কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ময়মনসিংহ রেঞ্জের সম্মাননা পেয়েছেন এএসপি মাহমুদা শারমিন নেলী

 স্টাফ রিপোর্টার | ১৪ মার্চ ২০২০, শনিবার, ১২:১৭ | সারাদেশ 


গুরুতর ঘটনা প্রতিরোধের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ রেঞ্জের সম্মাননা পেয়েছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ রেঞ্জের ফেব্রুয়ারি (২০২০) মাসের মাসিক অপরাধ সভায় মাহমুদা শারমিনকে এ সম্মাননা প্রদান করা হয়।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলীর হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁইঞা, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরাধ দমনের মাধ্যমে জনসেবামূলক কাজ করায় দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবেও পুরস্কৃত হয়েছেন।

জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে দুর্গাপুর সার্কেলে যোগদান করেন সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। যোগদানের পর থেকে এই এই নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে শুরু হয় বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান।

সার্বিক আইন-শৃংখলার উন্নয়নে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভা, কমিউনিটি পু্লিশিং, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করার পাশাপাশি দূর্গাপুর সার্কেলের সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর