কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় দুই কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্য আটক

 স্টাফ রিপোর্টার | ১৪ মার্চ ২০২০, শনিবার, ৫:১৭ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনায় দুই কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, মো. ইউনুছ মিয়া (৪০), মো. আবু শাহান (২৭) ও মো. জনি মিয়া (২৪)।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা নদীর পূর্বপাড়ে বোয়ালিয়াকান্দা অটোস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর নির্দেশনায় এসআই গোলাম কবির বিশ্বাস, এএসআই এহসানুল হক হীরা, এএসআই আনোয়ার হোসেন ও কনস্টেবল শাহীন আলম এই অভিযান পরিচালনা করেন।

আটককৃত তিনজনই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর পদ্মবিল গ্রামের বাসিন্দা।

তাদের মধ্যে মো. ইউনুছ মিয়ার পিতার নাম মো. বিল্লাল মিয়া, মো. আবু শাহানের পিতার নাম আব্দুল হক ও মো. জনি মিয়ার পিতার নাম মৃত নাছির মিয়া।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা নদীর পূর্বপাড়ে বোয়ালিয়াকান্দা অটোস্ট্যান্ডে তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানে মো. ইউনুছ মিয়া, মো. আবু শাহান ও মো. জনি মিয়া নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে মো. ইউনুছ মিয়া আন্তঃজেলার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়া এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর