কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বীর মুক্তিযোদ্ধা খালেদ দাদ খান রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

 স্টাফ রিপোর্টার | ১৫ মার্চ ২০২০, রবিবার, ২:০৪ | মিঠামইন 


কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কায়েস্থপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খালেদ দাদ খান (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৪ মার্চ) সকাল ৭টায় রাজধানীর গুলশান নূরের চালা এলাকায় মেয়ের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকালে ঘাগড়া কায়েস্থপাড়া গ্রামের নিজ বাড়িতে লাশ নিয়ে আসার পর এক নজর দেখতে শোকাহত এলাকাবাসী ভিড় জমান।

বাদ মাগরিব ঘাগড়া নাফেউল উলুম ইসলামিয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে রাষ্ট্রীয় মর্যাদায় ঘাগড়া বাজার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুল হক নূরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোবারক আলম বাচ্চু সহ বিভিন্ন সামজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর