কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ব্রেকিং নিউজ :: বুধবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১৬ মার্চ ২০২০, সোমবার, ১:০৫ | জাতীয় 


বুধবার (১৮ মার্চ) থেকে দেশের স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বুধবার (১৮ মার্চ) থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দুপুর একটায় শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি জানানোর পর বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বুধবার (১৮ মার্চ) থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, ১৭ মার্চ সাধারণ ছুটি। ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হবে। প্রতিমন্ত্রী মহোদয় এলেই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।

এদিকে আগামী ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবাসিক হল খোলা থাকবে।

সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ভিসি অধ্যাপক আখতারুজ্জামান এ সিদ্ধান্তের কথা জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর