কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার বিভিন্ন মসজিদে সুরক্ষা সামগ্রী বিতরণ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২০ মার্চ ২০২০, শুক্রবার, ৪:৩০ | পাকুন্দিয়া  


করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন মসজিদে সুরক্ষা সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু প্রত্যেক মসজিদে গিয়ে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে পৌরসদরসহ উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান ও সাবানের কেস এবং ওযু করার আগে-পরে ভাল করে হাত ধুয়ে নেওয়ার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মো. রফিকুল ইসলাম রেনু।

এসময় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি, নাদিম আহমেদসহ নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু বলেন, করোনা ভাইরাস একটি সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারি হিসেবে ঘোষণা করেছে।

আামাদের সবাইকে সম্মিলিতভাবে এটি প্রতিরোধে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে হবে।

মুসল্লিরা যাতে করোনা সম্পর্কে সচেতন হয় এবং ওযু করার আগে-পরে হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার ব্যবহার করে এবং বাড়িতেও এই অভ্যাস গড়ে তোলে সেজন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে পৌরসদরসহ উপজেলার বিভিন্ন মসজিদে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আল্লাহ আমাদের সবাইকে এই মহামারি থেকে হেফাজত করুক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর