কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে স্যালু মেশিনের আগুনে দগ্ধ কিশোরের মৃৃত্যু

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৭ মার্চ ২০২০, শুক্রবার, ৩:৩৬ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে স্যালু মেশিনের আগুনে দগ্ধ হয়ে মো. রোমান মিয়া (১৫) নামে এক কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মারা গেছে।

রোমান মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ জালালপুর গ্রামের মো. গোলাপ মিয়ার পুত্র।

জালালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাপ মিয়া জানান, বুধবার (২৫ মার্চ) বিকালে বাড়ির পাশে পুকুর থেকে বালি উত্তোলনের জন্য স্যালু মেশিন চালু করার সময় মেশিনে আগুন ধরে যায়।

এসময় মেশিন থেকে আগুন ছিটকে রোমানের জামা ও লুঙ্গিতে লেগে যায়। গায়ের আগুন নিভাতে দৌড়ে গিয়ে পাশের একটি ডুবায় লাফিয়ে পড়ে রোমান।

কিন্তু এরই মাঝে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করান।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রোমান মিয়ার মৃত্যু হয়।

পরে বিকালে নামাজে জানাযার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

অগ্নিদগ্ধ হয়ে রোমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর