কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ছয় সিএনজি চালকের জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৯ মার্চ ২০২০, রবিবার, ৪:২৪ | পাকুন্দিয়া  


ফাইল ছবি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছয় সিএনজি চালককে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রী পরিবহন করায় তাদের এই জরিমানা করা হয়।

রোববার (২৯ মার্চ) দুপুরে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের কোদালিয়া চৌরাস্তা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহন করায় গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার সিএনজি চালক ওয়ালী উল্লাহকে পাঁচশ টাকা ও কাপাসিয়া এলাকার হাবিবুর রহমানকে পাঁচশ টাকা এবং একই এলাকার পিকআপ চালক রনিকে এক হাজার টাকা, কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার সিএনজি চালক আসাদ উল্লাহকে পাঁচশ টাকা, ইটনা এলাকার মাসুমকে পাঁচশ টাকা এবং গাইবান্ধার ইদু মিয়ার কাছ থেকে পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর