কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনুষ্ঠানিকভাবে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার উদ্যোগে রোববার (২৯ মার্চ) দুপুরে মশক নিধনে জীবাণুনাশক স্প্রে ছিটানোর উদ্বোধন করা হয়।
পৌরসদরের হাসপাতাল চত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মজিবুর রহমান, পৌরসভার কাউন্সিলর শরীফুল ইসলাম সুজন, উজ্জল মীর ও শামীম শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্প্রতি মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠে পৌরবাসী। বিষয়টি নজরে আসে পৌর কর্তৃপক্ষের।
এ প্রেক্ষিতে ভারত থেকে আনা মশা নিধন ওষুধ আনা হয়। যা পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেকটি বাড়ির আনাচে-কানাচে ছিটানো হবে বলে পৌর কর্র্তৃপক্ষ জানায়।
এ ব্যাপারে পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন বলেন, বর্তমানে বাংলাদেশসহ পুরো বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ছে।
একদিকে করোনা ভাইরাস অপরদিকে মশার যন্ত্রণায় দুঃসহ পরিস্থিতিতে এখন পৌরবাসী।
তাই পৌরবাসীর দুর্ভোগ লাগবে করোনা ভাইরাস ও মশা নিধনে পৌরসভার সর্বত্র জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।