কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নয়টি ওয়ার্ডে মশক নিধনে নিজেই মাঠে নেমেছেন পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন। সকাল হতে না হতেই মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে পাকুন্দিয়া পৌরসভার মেয়র নিজেই মাঠে নেমে কাজ শুরু করেন।
পৌর বাজারসহ নয়টি ওয়ার্ডের সকল বাসা-বাড়ি, ড্রেন, নর্দমায় মশা নিধন ওষুধ স্প্রের কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) এই কার্যক্রম পরিচালনার সময় পৌরসভার সচিব সৈয়দ শফিকুল ইসলাম, কাউন্সিলর ফরিদ উদ্দিন ও শামীম শাহ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস ও ডেঙ্গু মশা নিধনের বিষয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ এর দিক নির্দেশনা মতে নয়টি ওয়ার্ডে জীবানুনাশক ও মশক নিধন স্প্রে করার কার্যক্রম শুরু করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাস ও ডেঙ্গু মশা থেকে পৌরবাসীকে রক্ষা করতে আমি নিজেই মাঠে উপস্থিত থেকে ওষুধ স্প্রে এবং জমে থাকা ময়লা পানি ও আবর্জনা পরিষ্কার করছি।
এছাড়াও পৌরসভার সকল মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি।
বর্তমানে করোনা ভাইরাসের কারণে নয়টি ওয়ার্ডের কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষদের খাদ্য সহায়তার জন্য তাদের তালিকা তৈরির কাজ চলছে। সরকারিভাবে বরাদ্দ পেলেই তাদেরকে সহায়তা দেওয়া শুরু হবে।