কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারণে কর্মহীন শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার কুশাকান্দা গ্রামে ঢাকাস্থ কটিয়াদী-পাকুন্দিয়া-২ সম্মিলিত যুব পরিষদের সাধারণ সম্পাদক ও আয়কর আইনজীবী এনামুল হাসানের সৌজন্যে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে এ খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেককে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান ও ডিটারজেন্ট পাউডার দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় আরটিভির জেলা প্রতিনিধি ও উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আ.ন.ম তানভীর হায়দার, বিশিষ্ট ব্যবসায়ি শামছুজ্জামান শান্ত, পুলেরঘাট ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।