কিশোরগঞ্জের করিমগঞ্জে নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছে সাধারণ ছাত্ররা। ‘গ্রীন অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের ব্যানারে উপজেলার এইচএসসি পরীক্ষার্থী বেশ কয়েকজন ছাত্র এই মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
সংগঠনের সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে সেই টাকায় চাল, ডাল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে নিম্ন আয়ের অসহায় মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে।
মূলত স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটির পথচলা শুরু হয়। করোনা ভাইরাসের বর্তমান সংকটজনক প্রেক্ষাপটে সংগঠনটির সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
সংগঠনের সদস্যরা জানানা, এই সংগঠনটি যারা পরিচালনা করেন, তাদের প্রায় সকলেই ছাত্র এবং এইচএসসি পরীক্ষার্থী। সংগঠনটি সমাজের সার্বিক কল্যাণে কাজ করে আসছে।
সংগঠনটির পক্ষ থেকে ইতোমধ্যে ১২৩তম ব্লাড ডোনেট করা হয়েছে। এছাড়া দু’টি ফ্রি ব্লাড ক্যাম্পও সংগঠনটি পরিচালনা করেছে।
বর্তমানে করোনা ভাইরাসে সৃষ্ট মানবিক সংকটে গরীব ও মেহনতি মানুষদের পাশে দাঁড়াতে তারা খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
এজন্য তারা গরীব ও মেহনতি মানুষদের বাসায় গিয়ে গিয়ে তাদের কিছুদিন চলার মতো খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করে আসছেন।