কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে স্বল্প আয়ের মানুষের মাঝে 'সৃজন' এর খাদ্য সামগ্রী বিতরণ

 স্টাফ রিপোর্টার | ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৬:৫৭ | সংগঠন সংবাদ 


সমাজের স্বল্প আয়ের মানুষ যারা করোনা ভাইরাস এর হুমকির মুখে এই মুহুর্তে কর্মহীন রয়েছে এ ধরনের পরিবারের সদস্যদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'মানবতার সেবায় সৃজন'।

মঙ্গলবার (৩১ মার্চ) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কোর্ট শোলাকিয়া, আতকাপাড়া, পৌর এলাকার হারুয়া ও আখড়াবাজার এলাকার স্বল্প আয়ের মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

‘সৃজন’ এর খাদ্য সামগ্রী বিতরণ কাজের সমন্বয়ক ও সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সৃজন সব সময় সমাজের মানুষের জন্য কল্যাণমূলক কাজ করে আসছে।

এ পর্যন্ত সাত সহস্রাধিক দরিদ্র রোগীর জন্য রক্ত সরবরাহ, রোড সেফটি এওয়ারনেস, মাস্ক বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।

সৃজনের আজকের (মঙ্গলবার, ৩১ মার্চ) কর্মসূচী ৩টি টিমে ভাগ হয়ে সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে মানুষেরর ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়।

এসব টিমের দায়িত্বে ছিলেন ‘সৃজন’ কার্যনির্বাহী কমিটির সভাপতি নুসরাত জাহান মিম, সম্পদক নজরুল ইসলাম জুয়েল, সদস্য তৌকির আহম্মেদ নিলয়, ইনফাত আকন্দ, মো. শিপন প্রমুখ।

শহরের কোর্ট শোলাকিয়া এলাকায় কার্যক্রমের অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. আজিজুল ইসলাম বাদল, সাবেক কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর, সাবেক ইউপি সদস্য মো. মতিউর রহমান প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর