করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসহায় খেটে খাওয়া হতদরিদ্র তিনশ’ পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেলোয়ার জাহান সুমন নামের এক যুবলীগ নেতা। তিনি উপজেলার বুরুদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পেশায় একজন দন্ত চিকিৎসক।
ব্যক্তিগত উদ্যোগে তিনি বুরুদিয়া ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া তিনশ’ পরিবারের প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার তেল ও একটি করে সাবান বিতরণ করেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় ইউনিয়ন যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ, শ্রমিকলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
এ সংকট মুহূর্তে খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষেরা।
এ ব্যাপারে দেলোয়ার জাহান সুমন বলেন, করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষেরা।
তারা কেউ যাতে অভুক্ত না থাকে প্রধানমন্ত্রীর এমন আহ্বান শুনে আমি আমার অবস্থান থেকে বুরুদিয়া ইউনিয়নের তিনশ’ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা করেছি।
ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে চেষ্টা করব।