কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে খাবার ও জীবানুনাশক স্প্রে নিয়ে ছুটছেন তরুণ

 স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২০, রবিবার, ১:০২ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে করোনা ভাইরাসে কর্মহীন মানুষদের মধ্যে খাবার বিতরণ এবং এলাকার রাস্তাঘাট ও দোকানপাটসহ বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করছেন মো. মুস্তাফিজুর রহমান শান্ত নামে এক তরুণ।

মো. মুস্তাফিজুর রহমান শান্ত কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি।

তিনি সগড়া বিশ্বরোড মোড়, ঠাডাপাড়া বাজার, লক্ষীগজ্ঞ বাজার, বেইলী ব্রীজ, রশিদাবাদ ইউনিয়ন পরিষদ মোড় ও জামতলা মোড়সহ বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করেছেন।

মো. মুস্তাফিজুর রহমান শান্ত জানান, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র দিক নির্দেশনায় এবং কিশোরগঞ্জ সদর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি মেহেদী হাসান তুষার এর পরিচালনায় করোনা সঙ্কটে খাবার বিতরণ ও জীবানুনাশক স্প্রে করেছেন।

এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর