কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিউইয়র্কে করোনায় কিশোরগঞ্জের কৃতী রাজনীতিক খালেদ ঠাকুরের ইন্তেকাল

 স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২০, রবিবার, ৪:০০ | প্রবাস 


অ্যামেরিকার নিউইয়র্কে করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের কৃতী রাজনীতিক হাসমত উদ্দীন ঠাকুর ওরফে খালেদ ঠাকুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ৩০ মার্চ তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

হাসমত উদ্দীন ঠাকুর ওরফে খালেদ ঠাকুর কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনা সদরের ঐতিহ্যবাহী পশ্চিম গ্রাম ঠাকুর বাড়ির কৃতী সন্তান।

তিনি একজন একজন প্রচারবিমুখ নিবেদিত প্রাণ সমাজসেবক এবং দাতা হিসেবে পরিচিত ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কে সপরিবারে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বাংলাদেশে অবস্থানকালে তিনি গণতন্ত্রী পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গণতন্ত্রী পার্টির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কিশোরগঞ্জ-৫ (বর্তমান কিশোরগঞ্জ-৪, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে কবুতর প্রতীক নিয়ে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর