কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি’র নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার আহ্বান

 স্টাফ রিপোর্টার | ১১ এপ্রিল ২০২০, শনিবার, ১২:৩১ | অপরাধ 


কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে প্রতারক চক্র। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি’র নজরে আসে।

তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, আমার নামে কোন প্রতারকচক্র উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। যা সম্পূর্ণরূপে অসৎ কাজ ও বেআইনি।

তিনি জানান, এসব প্রতারক চক্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশে প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাই এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয়। ফেসবুকে তাঁর ব্যক্তিগত আইডি এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রতিদিন অসংখ্য মানুষ তার পোস্ট ফলো করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর