কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ১০০ টাকার ব্লিচিং ৩০০ টাকায় বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

 কটিয়াদী সংবাদদাতা | ১২ এপ্রিল ২০২০, রবিবার, ১০:১২ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ টাকা কেজি কেনা ব্লিচিং পাউডার ৩০০ টাকা কেজি বিক্রি করায় সমর বর্মন স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ৮০ টাকা কেজি কেনা রসুন ১২০ টাকা কেজি বিক্রি করায় ফজলুর রহমান স্টোর নামে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) কটিয়াদী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম, এ জলিল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন। এ সময় কটিয়াদী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কটিয়াদী বাজারের সমর বর্মন স্টোরের বিরুদ্ধে বাড়তি মূল্যে পণ্যবিক্রির অভিযোগ দীর্ঘদিনের। একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণের আদালতের অভিযানে ১০০ টাকায় কেনা প্রতি কেজি ব্লিচিং পাউডার ৩০০ টাকা কেজি বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম সমর বর্মন স্টোরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া ফজলুর রহমান স্টোরে গিয়ে ৮০ টাকায় কেনা প্রতি কেজি রসুন ১২০ টাকায় বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে ফজলুর রহমান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

এ সময় তিনি অন্যান্য ব্যাবসায়ীদের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করার আহবান জানান।

এ ব্যাপারে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর