কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে করোনাভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

 মিছবাহ উদ্দিন মানিক | ১৩ এপ্রিল ২০২০, সোমবার, ১০:৩৭ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম করে মোট ৯ হাজার ৮ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১৩ এপ্রিল) উপজেলার আমান সরকার বাজার, নিমখালী বাজার, রামপুর বাজার, আশুতিয়া বাজার, গলাচিপা বাজার, ঠাডারকান্দা বাজার এবং নতুন বাজারে মনিটরিং, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়।

করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এই ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর