কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কবিতা

চোখের পলকে

 ডা. গোলাম রহমান ব্রাইট | ১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১২:৫৮ | সাহিত্য 


চোখের পলকে বাংলা বছরটি হয়ে গেল পার

মনে রাখে সকল স্মৃতি, প্রয়োজন বেশি কার?

চড়াই উৎরাই, আনন্দ-বেদনার অতৃপ্ত সব স্মৃতি

আনমনা করে অব্যক্ত যত দুঃখ-কষ্ট আর উদ্ধৃতি।

সফলতা-ব্যর্থতা পরিপূরক ব্যস্ততা যে ছিল নিত্য

সার্থক হলেই পূর্ণতা পায় এই জীবনের সব বৃত্ত।

মানব মনে সর্বাপেক্ষা যে গ্রহণযোগ্যতা জরুরী

সেবা দানে প্রতিজ্ঞাবদ্ধ সকল সময়ে সর্বোপরি।

পৃথিবীটা অনেক বড় কিন্তু জীবনকাল খুব খাটো

নববর্ষের আনন্দ ম্লান; করোনা দেখতে খুব ছোট।

তার বিরুদ্ধে অবস্থানে আজ চিকিৎসা বিজ্ঞানী যত

রুখে দিতে আপ্রাণ চেষ্টা; হিমসিম খাচ্ছে রীতিমতো।

মর্মান্তিক মৃত্যুর স্বপ্ন পুরী আজ সারা দুনিয়া ব্যাপি

বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি; মৃত্যু ভয়ে কাপি।

জরাজীর্ণতা আর গ্লানি মুছে করোনা ভয়কে ভাসিয়ে

১লা বৈশাখের সূর্য উঠুক সকল বাঙালিকে হাসিয়ে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর