কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে প্রথম দুইজনের করোনা শনাক্ত

 আমিনুল ইসলাম বাবুল | ১৫ এপ্রিল ২০২০, বুধবার, ৬:৪৪ | তাড়াইল  


কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে পাঁচজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তাড়াইল উপজেলায় প্রথমবারের মতো এই দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, তাড়াইল উপজেলা থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনজনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে দুইজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া তাড়াইল উপজেলার দুইজনের মধ্যে একজন সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামের ও অপরজন তালজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত তাড়াইল উপজেলা থেকে মোট ১৬ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ২ জনের করোনা পজেটিভ এবং বাকি ১৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, বুধবার (১৫ এপ্রিল) তাড়াইল উপজেলা থেকে নতুন করে ২ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর