কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ সদরে ডেন্টাল ডিপ্লোমা ও সাবেক সেনাসদস্যের করোনা শনাক্ত

 স্টাফ রিপোর্টার | ১৫ এপ্রিল ২০২০, বুধবার, ৭:০২ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে পাঁচজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) চারজনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে দুইজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দুইজনের মধ্যে একজন চৌদ্দশত ও অপরজন মহিনন্দ ইউনিয়নের বাসিন্দা।

তাদের মধ্যে চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দপুর গ্রামের ব্যক্তি (২৮) একজন ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসক।

এছাড়া মহিনন্দ ইউনিয়নের মহিনন্দ গ্রামের ব্যক্তি (৪৬) একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে মোট ৩৮ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৪ জনের করোনা পজেটিভ এবং বাকি ৩৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগে কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকার একজন চিকিৎসক ও বত্রিশ এলাকার একজন নারী স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর