কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় নারায়ণগঞ্জ থেকে ফেরার পরদিনই কিশোরের মৃত্যু, নমুনা সংগ্রহ

 স্টাফ রিপোর্টার | ১৫ এপ্রিল ২০২০, বুধবার, ১০:৩৭ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনায় নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরার একদিন পর সুজন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ওই কিশোরের মৃত্যু হয়েছে সন্দেহে তার কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয়েছে।

মারা যাওয়া সুজন মিয়া ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের বড়বাড়ি সুদ্রাহাটির জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুজন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরিতে চাকুরী করে। নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণার পর সে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়।

সে অনুযায়ী রোববার (১২ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে পিকআপে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সোমবার (১৩ এপ্রিল) সকালে সে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের বড়বাড়ি সুদ্রাহাটির গ্রামের বাড়িতে পৌঁছে।

পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে নিজবাড়িতে সুজন মারা যায়।

বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ওই কিশোরের মৃত্যু হয়েছে সন্দেহে বুধবার (১৫ এপ্রিল) তার কোভিড-১৯ নমুনা সংগ্রহ করে।

পরে বিকালে লাশ দাফন করা হয়।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, মারা যাওয়া কিশোরের কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া বাড়িতে লাল নিশান দিয়ে চিহ্ণিত করে নজরদারিতে রাখা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর