কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনার উপসর্গ নিয়ে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে।
তিনি বছর দু’য়েক আগে মালয়েশিয়া থেকে দেশের বাড়িতে ফেরার পর থেকে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি নিজ বাড়িতে মারা যান।
করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মারা যাওয়ার খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসকদল ঘটনাস্থলে গিয়ে তার নমুনা সংগ্রহ করে।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই ব্যক্তি (৫৫) কয়েক দিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। তথ্য গোপন করে তিনি ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করছিলেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল। এসময় তারা নমুনা সংগ্রহ করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার জানান, নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে করোনা আক্রান্তের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।