কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে প্রথম করোনা শনাক্ত করিমগঞ্জ হাসপাতালের ব্রাদার

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১১:৪৯ | কটিয়াদী 


কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।  এর মধ্যে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার একজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। কটিয়াদী উপজেলায় প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কটিয়াদী উপজেলায় কোভিড-১৯ পজেটিভ হওয়া ব্যক্তি একজন ব্রাদার। তিনি করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, কটিয়াদী উপজেলা সদরের পুস্তক ব্যবসায়ীর পুত্র ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ব্রাদার কর্তৃপক্ষের নির্দেশনায় গত মঙ্গলবার (১৪ এপ্রিল) হোম কোয়ারেন্টাইনে কটিয়াদী পূর্বপাড়া মহল্লার দারগাহ জামে মসজিদ সংলগ্ন বাসায় আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কটিয়াদী থেকে ওইদিনই (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সন্ধ্যায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল।

কটিয়াদীতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা বলেন, আক্রান্ত ব্যক্তির বসবাসরত বাড়ি এবং সামনের রাস্তাটিতে জনচলাচল সীমিত করা হয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হবে।

আক্রান্ত ব্যক্তিকে আপাতত তার নিজ বাসায় রাখা হয়েছে। অবস্থা বিবেচনা করে তাকে কিশোরগঞ্জ অথবা ঢাকায় পাঠানো হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর