করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শতাধিক হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছেন মো. হাদিউল ইসলাম নামে এক হোমিও চিকিৎসক।
উপজেলার নারান্দী ইউনিয়নে জামতলা বাজারে অনিতা হোমিও হলে চিকিৎসা দিয়ে থাকেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) সকালে নারান্দী মধ্যপাড়া নিজ গ্রামের শতাধিক মানুষের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। অনেককে নগদ অর্থ সহায়তাও দিয়েছেন এ হোমিও চিকিৎসক।
এসময় নারান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
হোমিও চিকিৎসক মো. হাদিউল ইসলাম বলেন, চিকিৎসা সেবার মধ্য দিয়ে সাধারণ লোকজনদের সেবা করে আসছি। করোনা ভাইরাসের এমন দুর্যোগে এলাকার হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ ও নগদ অর্থ সহায়তা করেছি। ভবিষ্যতেও সাধ্যমত চেষ্টা করব।