কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর প্রচারণা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৮ এপ্রিল ২০২০, শনিবার, ৫:০৪ | পাকুন্দিয়া  


করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সেনাবাহিনী।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া পৌরসদর বাজারসহ উপজেলার বেশ কয়েকটি বাজারে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন বলে জানান ক্যাপ্টেন ইমরুল কায়েস।

শনিবার (১৮ এপ্রিল) পাকুন্দিয়া পৌরসদর বাজারে হাট-বাজার দিন ছিল। সকাল থেকে পৌরসদর বাজারের টিএনটি সড়কে বেশ কয়েকটি কাঁচাবাজারের দোকান বসে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লুৎফর রহমান ও সেনাবাহিনীর একটি টিম এসে দোকানপাট বন্ধ করার নির্দেশ দেয়। এসময় খুচরা বিক্রেতারা দোকানপাট তুলে নিয়ে চলে যান।

এসময় বাজারে আসা লোকজনদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেন সেনাবাহিনীর সদস্যরা। কয়েকজন সাধারণ লোককে মাস্ক পড়িয়েও দেন তারা।

পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠ প্রশাসন তৎপর রয়েছে। আজকে হাটের দিন ছিল। লোকজন জড়ো হচ্ছিল। পরে তাদের সরিয়ে দেয়া হয়।

সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হতেও পরামর্শ দেন তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর