কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি (৫৫) করোনা আক্রান্ত ছিলেন না।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় পাওয়া প্রতিবেদনে তার করোনা ভাইরাস নেগেটিভ আসার তথ্য জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির মো. হাসিবুস ছাত্তার।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জ্বর, সর্দি ও তীব্র শ্বাসকষ্টে মারা যান (৫৫) বয়সী ওই ব্যক্তি। তিনি উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল।
পরে সিভিল সার্জনের মাধ্যমে নমুনা পরীক্ষার জন্য ঢাকা মহাখালী ইন্সটিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়।
সেখানে নমুনা পরীক্ষার পর প্রেরিত প্রতিবেদনে তার করোনা ভাইরাস কোভিড-১৯ নেগেটিভ আসে।