কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ২০০ পরিবারের পাশে আলমগীর হোসেন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২০ এপ্রিল ২০২০, সোমবার, ৯:২৫ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের অসহায় ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন আলমগীর হোসেন ভূঁইয়া নামের এক ব্যক্তি। তিনি একজন সমাজসেবক ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে অসহায় হয়ে পড়েছেন নিম্নআয়ের লোকজন। হতদরিদ্র এসব লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।

এ রকম পরিস্থিতিতে সোমবার ((২০ এপ্রিল) সকাল থেকে ভ্যানগাড়িতে করে চরফরাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন আলমগীর হোসেন ভূঁইয়া।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল মোনায়েম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল রানা ও আনোয়ার পারভেজ তার সঙ্গে ছিলেন।

এ ব্যাপারে আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, করোনার কারণে এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। গ্রামের হতদরিদ্র লোকজন অসহায় হয়ে পড়ছেন।

আমি আমার সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমি আমার এলাকাসহ চরফরাদী ইউনিয়নবাসির পাশে থাকার চেষ্টা করব।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর