কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক ও পাকুন্দিয়া থানায় কর্মরত পুলিশ সদস্যদের পার্সোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) প্রদান করেছেন দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসিফ মোহাম্মদ নূর।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে পাকুন্দিয়া প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের জন্য সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খন্দকারের হাতে ১০টি পিপিই তুলে দেন দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এসএম মুহিবুল্লাহ পিয়াস।
এসময় প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আসিফ মোহাম্মদ নূর ঢাকা থেকে মুঠোফোনে জানান, করোনা পরিস্থিতিতে সুরক্ষা সামগ্রী ছাড়াই স্থানীয় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ উপলব্ধি থেকে পেশাগত দায়িত্ব পালনে যেসব সাংবাদিকরা মাঠে কাজ করছেন তাদের সুরক্ষার জন্য পিপিই প্রদানের উদ্যোগ নিয়েছেন।
এছাড়াও যে কোন পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রসঙ্গত, একই দিনে ইঞ্জিনিয়ার আসিফ মোহাম্মদ নূরের পক্ষে পাকুন্দিয়া থানা পুলিশকে ২০টি ও পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবকে ৫টি পিপিই প্রদান করা হয়।