কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে খাদ্য সহযোগিতা নিয়ে কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে সামাজিক সংগঠন ‘আশ্রয়’

 স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১১:৩০ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সামাজিক সংগঠন ‘আশ্রয়’ এর উদ্যোগে আচমিতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০০ জন কর্মহীন শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আচমিতা বাজার থেকে একটি ব্যাটারীচালিত অটোরিক্সা করে এসব খাদ্যসামগ্রী বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি ওয়ার্ডের পূর্ব নির্ধারিত স্থানে গিয়ে প্রদান করা হয়।

এর আগে প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাস রোধকল্পে কর্মহীন হয়ে পড়া সাধারণ শ্রমজীবী মানুষের তালিকা করে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করা হয়।

আশ্রয় এর সমন্বয়কারী রাজীব সরকার, মো. কামাল উদ্দিন মাস্টার, মো. শফিকুল ইসলাম শফিক, আবু বাক্কার সুমন, মো. ফারুক আহমেদ, সাব্বির সরকার ফয়সাল, মো. দুলাল মিয়া সার্বিক সহযোগিতায় ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর