কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ধুমপান ও মা’দক প্রতিরোধ কমিটির খাদ্য সামগ্রী বিতরণ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২২ এপ্রিল ২০২০, বুধবার, ৯:০৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় মা’দকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে গঠিত "ধুমপান ও মা’দক প্রতিরোধ কমিটি" এবার করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে যারা করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়েছে এমন পরিবারকে পরিচয় গোপন রেখেই বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে আসেন ধুমপান ও মা’দক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ধুমপান ও মা’দক প্রতিরোধ কমিটির আহবায়ক আ,ন,ম তানভীর হায়দার ভূইয়া, যুগ্মআহবায়ক হুমায়ুন কবির, এগারসিন্দুর ইউনিয়ন ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আল ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর