কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিস্ট (৫২) এর নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে।
বুধবার (২২ এপ্রিল) রাত ৯টায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির মোহাম্মদ হাসিবুস ছাত্তার এ তথ্য জানিয়েছেন।
করোনা পজেটিভ হওয়া পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিস্ট কিশোরগঞ্জ জেলা শহরের হয়বতনগর এলাকার বাসিন্দা।
গত শনিবার (১৮ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করার পর রোববার (১৯ এপ্রিল) পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
বুধবার (২২ এপ্রিল) আসা রিপোর্টে তার করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।