কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে মৌমাছির হুলে এক ব্যক্তির মৃত্যু

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২২ এপ্রিল ২০২০, বুধবার, ১১:৩০ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে মধু সংগ্রহ দেখতে গিয়ে মৌমাছির হুলে সবুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ এপ্রিল) উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামে।

সবুজ মিয়া একই ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র।

জানা যায়, চরঝাকালিয়া গ্রামের মতিউর রহমান কমুর বাড়িতে একটি গাছের মৌচাক থেকে মধু আহরণ দেখার জন্য গাছের নিচে গিয়ে দাঁড়ায় সবুজ মিয়া।

মধু আহরণকারী যথাযথ প্রক্রিয়ায় মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মধু সংগ্রহ করতে গেলে মৌমাছিগুলো ক্ষিপ্ত হয়ে গাছের নিচে দাঁড়িয়ে থাকা সবুজ মিয়ার উপর আক্রমণ করে।

এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ততক্ষণে মৌমাছির দল তার সমস্ত শরীরে হুল ফুটিয়ে মারাত্মক ভাবে আহত করে।

প্রচণ্ড ব্যথায় কাতর সবুজ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সবুজের বাল্যবন্ধু রাজনীতিক আরিফুর রহমান কাঞ্চন বলেন, এভাবে তার মৃত্যুর ঘটনায় আমি খুবই মর্মাহত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর