কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনের এসিল্যান্ড ও হাসপাতালের নার্সসহ চার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

 স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৯:৩৯ | মিঠামইন 


কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে ৮ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পাওয়া এই রিপোর্টে করোনাভাইরাস শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে ৫জনই জেলার মিঠামইন উপজেলার।

এর আগে মিঠামইন উপজেলায় ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। নতুন করে পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ২৪ জনে দাঁড়িয়েছে।

নতুন করোনা শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন মিঠামইন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলীনূর খান।

এছাড়া বাকি চারজনই মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। তাদের মধ্যে একজন নার্স রয়েছেন।

এর আগে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬জন চিকিৎসক ও ৯ স্বাস্থ্যকর্মীসহ মোট ১৫ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

নতুন করে একজন নার্স ও তিনজন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ আসায় মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন ১৯ জন করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর