কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শত পরিবারের পাশে এক পরিবার

 স্টাফ রিপোর্টার | ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ৪:১৬ | কিশোরগঞ্জ সদর 


করোনাভাইরাস পরিস্থিতিতে রমজানকে সামনে রেখে কিশোরগঞ্জে অসহায় ও দরিদ্র ১০০ পরিবারের মাঝে একটি পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কাজির গাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আঃ ছালাম মাস্টারের পরিবারের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২৪) এপ্রিল পরিবারটির উদ্যোগে ১০০টি পরিবারের প্রত্যেকের হাতে চাল, ডাল, আটা ও আলু ইত্যাদি খাদ্য সামগ্রীর ব্যাগ তুলে দেয়া হয়।

এর আগে গত শুক্রবার (১৭) পরিবারটির উদ্যোগে অসহায় ও দরিদ্র ৭০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ ও লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সাথে সম্পৃক্ত আলহাজ্ব মাওলানা মোঃ আঃ ছালাম মাস্টারের ছেলে পার্শ্ববর্তী পুলেরঘাট বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন শুভ বলেন, মানবিক দায়বোধ থেকে আমাদের পরিবারটি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। যতটা সম্ভব আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই দুঃসময়ে সব সামর্থ্যবান মানুষেরই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন শুভ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর