কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের স্বপ্নবাজ তরুণদের প্রতিষ্ঠিত সংগঠন সুধী সমাবেশ পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উদ্যোগে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ জেলার সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (লাইব্রেরি) আজিজুল হক সুমন জানান, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামে প্রথম ধাপে ১৫০ ও দ্বিতীয় ধাপে ৩০১টি পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
এছাড়া সংগঠনটি এলাকায় জীবানুনাশক স্প্রে করা ছাড়াও উল্লেখযোগ্য স্থানে মাস্ক ও সাবান বিতরণ করেছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে এসব জনসচেতনতামূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সর্বসাধারণের আস্থা লাভ করেছে ও সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সংগঠনটির আহ্বায়ক কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের প্রভাষক এইচ, এম মাহফুজ জানান, এলাকার মানুষের কল্যাণে তাঁদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।