করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগ ও রমজান মাস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার কর্মহীন হয়ে পড়া ও হতদরিদ্র এক হাজার পরিবারকে মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে পাকুন্দিয়া পৌর এলাকার মৌলভীপাড়ায় নিজ বাড়ি প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও প্রথম শ্রেণীর ঠিকাদার মো. কামরুজ্জামান শামীম।
সামাজিক দূরত্ব বজায় রেখে ও বৃষ্টির মাঝে বিশেষ ব্যবস্থায় পৌরসভার বিভিন্ন এলাকার হতদরিদ্র ও দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, আটা, ছোলা ও লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়।
এ ব্যাপারে কামরুজ্জামান শামীম জানান, করোনায় এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাছাড়া হতদরিদ্র অনেক মানুষ কাজ করতে না পেরে খুবই কষ্টে দিনাতিপাত করছেন।
এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে তাদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।