কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১ মে ২০২০, শুক্রবার, ১:০৩ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীসহ মোট ৬ জনকে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান পাকুন্দিয়া পৌরসদর বাজার, তারাকান্দি বাজার ও মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় পৌরসদর বাজারের কাপড় ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন, তারাকান্দি বাজারের কাপড় ব্যবসায়ী মো. আসাদ মিয়া ও মোবাইল মেরামতকারি দুলাল মিয়া প্রত্যেককে এক হাজার টাকা করে মোট তিন হাজার জরিমানা করা হয়।

এছাড়া মাস্ক ব্যবহার না করায় মির্জাপুর ও পাকুন্দিয়া এলাকায় তিনজনকে মোট এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর