কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১ মে ২০২০, শুক্রবার, ২:২২ | পাকুন্দিয়া  


‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ পালিত হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবারের দিবসটি ভিন্নভাবে পালন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপি উপজেলার বিভিন্ন এলাকার ২০০ সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও সাবান বিতরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে হতদরিদ্র, কর্মহীন, দুস্থ, এতিম ও তৃতীয় লিঙের ১১৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির মো. হাসিবুস সাত্তার এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রেজাউল কবির কাউসারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর