কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


২৪ ঘন্টায় ৫৭১ জন নতুন রোগী শনাক্ত, আরো ২ জনের মৃত্যু

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১ মে ২০২০, শুক্রবার, ২:৩৯ | জাতীয় 


দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু ও সুস্থ হওয়ার সংখ্যাও। শুক্রবার (১ মে) ৫৭১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫৭৩ টি। এতে ৫৭১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে আরও ১৪ জন স্বাভাবিক জীবনে ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৪ জন করোনা মুক্ত হলেন।

শুক্রবার (১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা: নাসিমা সুলতানা আরো জানান, ৩১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৯৫৮টি, পরীক্ষা করা হয়েছে ৫৫৭৩টি।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, দুইজনের একজন পুরুষ ও অপরজন নারী।

তাদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন। একজন ঢাকার ও একজন ঢাকার বাইরের।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর