কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ আসা প্রথম ব্যক্তি মো. আলম মিয়া (৩৬) সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে এসেছেন।
২০ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে শুক্রবার (১ মে) বিকালে তিনি উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামের নিজ বাড়িতে ফিরেছেন।
মো. আলম মিয়া এলাকায় কৃষিকাজ করতেন।
গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হয় আলম মিয়ার। পরে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেই হাসপাতালে ৩-৪ দিন চিকিৎসা নেওয়ার পর তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সপ্তাহ দুয়েক চিকিৎসা গ্রহণ শেষে সম্পূর্ণ সুস্থ্যতা লাভ করেন তিনি। শুক্রবার (১ মে) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির মো. হাসিবুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১ মে) কুর্মিটোলা হাসপাতাল থেকে আলমকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
এছাড়া উপজেলায় করোনা আক্রান্ত অপর তিনজনের অবস্থাও এখন ভাল বলে তিনি জানিয়েছেন।