দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রোববার (৩ মে) নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা এই প্রথম সাড়ে ৬শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩৬৮টি। এতে ৬৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জন।
এ পর্যন্ত দেশে মোট ১০৬৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৯ এপ্রিল প্রথমবারের মতো একদিনে ৬শ’র বেশি নতুন রোগী শনাক্ত হয়। ওইদিন ৬৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।