কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় দোকানপাট খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৩ মে ২০২০, রবিবার, ৩:৪১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় এক ব্যবসায়ীসহ ৬ জনকে মোট ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মে) দুপুরে পাকুন্দিয়া পৌরসদর বাজার, মির্জাপুর ও পৌর সদরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় পৌরসদর বাজারের কাপড় ব্যবসায়ী মো. শরিফ মিয়া কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান পাচঁ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া মাস্ক ব্যবহার না করায় মির্জাপুর ও পাকুন্দিয়া এলাকায় পাঁচজনকে মোট ৯০০ টাকা জরিমানা করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলমসহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর