কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় জামাইয়ের পর এবার শ্বশুর করোনা জয় করে সুস্থ হলেন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৩ মে ২০২০, রবিবার, ৪:২২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রথম করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হন হোসেন্দী চরপাড়া গ্রামের আলম মিয়া। গত ১০ এপ্রিল আলম মিয়ার করোনা শনাক্ত হওয়ার তিন দিন পর ১৩ এপ্রিল তার শ্বশুর উপজেলার চরতেরটেকিয়া গ্রামের উছমান মিয়ার (৬৫) করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ আসে।

দীর্ঘ তিন সপ্তাহ কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হন আলম মিয়া। শুক্রবার (১ মে) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তিনি নিজ বাড়ি উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামে ফিরেন।

এবার করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আলম মিয়ার শ্বশুর উছমান মিয়াও।

রোববার (৩ মে) দুপুরের দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উছমান মিয়াকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ১৩ এপ্রিল করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ আসার পর ১৭ এপ্রিল তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পাকুন্দিয়ায় উপজেলায় এখন পর্যন্ত ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন এবং বাকি দুইজন আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর