কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরের করোনা পজেটিভ আব্দুল হাই স্যারের ইন্তেকাল

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৭ মে ২০২০, বৃহস্পতিবার, ১১:৩৮ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সাবেক ধর্মীয় শিক্ষক আব্দুল হাই স্যার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৬ মে) রাত ১০টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১৭ এপ্রিল তাঁর করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছিল। ময়মনসিংহ থেকে রক্তের ডায়ালাইসিস করতে গিয়ে তিনি আক্রান্ত হন বলে ওইদিন (১৭ এপ্রিল) হোসেনপুরের ইউএনও শেখ মহি উদ্দিন জানিয়েছিলেন।

করোনা পজেটিভ হোসেনপুর সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সাবেক ধর্মীয় শিক্ষক আব্দুল হাই স্যারের মৃত্যুর বিষয়টি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও হোসেনপুরের ইউএনও শেখ মহি উদ্দিন নিশ্চিত করেছেন।

আব্দুল হাই স্যার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোসেনপুর উপজেলায় দুইজনের মৃত্যু হলো। এর আগে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান করোনায় মারা যায়।

ইউএনও শেখ মহি উদ্দিন জানান, করোনা পজেটিভ হওয়ায় স্বাস্থ্য বিধি অনুসরণ করে তাঁর দাফন সম্পন্ন করা হবে। উনার জানাজা ও অন্যান্য কাজে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর