কিশোরগঞ্জে ২১৫ পিস ইয়াবাসহ মোছা. শাহানা (৩০) নামে এক নারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
ইয়াবাসহ আটক হওয়া মোছা. শাহানা কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়ার ওবায়দুল্লাহ’র স্ত্রী।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অপারেশনাল টিমের নেতৃত্ব দেন র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিএন।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) দুপুর দেড়টার দিকে তারা অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে ২১৫ পিস ইয়াবাসহ মোছা. শাহানাকে আটক করা হয়। সে একজন ইয়াবা ব্যবসায়ী।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোছা. শাহানা ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মোছা. শাহানার বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।