কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে নতুন করোনা শনাক্ত নারী নারায়ণগঞ্জে থাকতেন

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১২ মে ২০২০, মঙ্গলবার, ৬:১৬ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন করে এক নারীর (৩৫) করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। তিনি উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল গ্রামের বাসিন্দা।

করোনা শনাক্ত হওয়া এই নারী নারায়ণগঞ্জে থাকতেন। সেখানে বাসা-বাড়িতে তিনি গৃহপরিচর্যার কাজ করতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, গত বুধবার (৬ মে) নারায়ণগঞ্জ থেকে ওই নারী তার গ্রামের বাড়ি উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল গ্রামে আসেন। করোনা লক্ষণ নিয়ে বাড়িতে ফিরেছিলেন তিনি।

খবর পেয়ে শনিবার (৯ মে) হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নমুনা সংগ্রহ করে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে ঢাকায় প্রেরণ করে।

সোমবার (১১ মে) রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় এবং ওই নারীর নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে।

করোনা পজেটিভ ফলাফল আসার পর রাতেই ওই নারীর বাড়ি পুলিশ লকডাইন করে।

হোসেনপুর উপজেলায় এখন পর্যন্ত কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে নমুনা পরীক্ষা করে চারজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের সাত বছরের শিশু মিজানুর রহমান রয়েছে।

এছাড়া দু’জন আক্রান্ত হয়ে চিকিৎসায় সুস্থ হওয়ায় হোসেনপুর উপজেলা করোনা শূণ্য ছিল। এর মাঝেই এবার নতুন করে এই নারী আক্রান্ত হলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর