কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী মদিনাছপাড়ায় ১০০ পরিবারের মাঝে তরুণদের সংগঠন মদিনাছপাড়া আদর্শ মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) সংগঠনটির উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অ্যাডভোকেট আতিকুল হকের নেতৃত্বে সংগঠনটির সদস্যগণ জাতীয় এই দুর্যোগে এলাকার একশত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
সমাজের ধনাঢ্য ব্যক্তিগণকে এ ধরণের দুর্যোগে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।