কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদের পর বুধবার (২৭ মে) প্রথম খোলা হয়েছে সকল ব্যাংক। স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে গ্রাহকদের উপস্থিতি ছিল খুবই কম।
বেলা সাড়ে ১১টার দিকে জনতা ব্যাংক লিমিটেড পাকুন্দিয়া শাখায় গিয়ে দেখা গেছে, সুনসান নিরবতা। ব্যাংক ম্যানেজারসহ কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে অফিস করছেন।
ব্যাংকটির প্রবেশ মুখে দায়িত্বরত নিরাপত্তা সদস্য ব্যাংকে প্রবেশরত গ্রাহকদের জীবাণুনাশক ছিটিয়ে ভেতরে প্রবেশ করাচ্ছেন।
এদিন গ্রাহক উপস্থিতি খুবই কম বলে জানা গেছে। তবে ঈদের ছুটি শুরু হওয়ার আগে ব্যাংকগুলোতে গ্রাহকদের বেশ দীর্ঘ লাইন ছিল।
জনতা ব্যাংক লিমিটেড এর পাকুন্দিয়া শাখার ম্যানেজার কৃষিবিদ আশরাফুল মোনায়েম বলেন, ঈদের দ্বিতীয় দিনেই সকল ব্যাংক খোলা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে করোনা আতঙ্ক নিয়েই অফিস করছি। গ্রাহকদের সেবায় নিয়োজিত রয়েছেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।