কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে তেলবাহী লরির চাপায় সাতজন আহত

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ১২:৪৪ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে তেলবাহী লরির চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার চালক ও যাত্রীসহ সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে চালকসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে হোসেনপুর-পাকুন্দিয়া-ঢাকা সড়কের জামাইল স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে হোসেনপুর-পাকুন্দিয়া-ঢাকা সড়কের জামাইল স্কুলের সামনে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরি চাপা দেয়।

এতে অটোরিক্সার চালক ও যাত্রীসহ সাতজন গুরুতর আহত হয়। আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুরুতর আহতরা হলো, রায়হান (২০), বাদশা (১৮), রাজন (২৭), ববিতা ও রফিক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর